সকাল নারায়ণগঞ্জঃ
শনিবার (১১জুন) সকাল ১০ টায় নবীজীকে অবমাননা ও কটুক্তি করার প্রতিবাদে নারায়নগঞ্জের নতুন কোর্টে সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানারপক্ষ থেকে এক প্রতিবাদ সভা ও মানব বন্ধনের আয়োজন করা হয়।
দিন দশেক আগে টেলিভিশনের এক বিতর্ক অনুষ্ঠানে নূপুর শর্মার মন্তব্য ভারতে এবং ভারতের বাইরে বারোটির বেশি মুসলিম দেশে মুসলমানদের চরম ক্ষুব্ধ করেছে।
রবিবার বিজেপি মিজ শর্মাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। মিজ শর্মার টিভি অনুষ্ঠানে করা ওই আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট টুইটারে শেয়ার করার জন্য দল দিল্লিতে তাদের মিডিয়া শাখার প্রধান নাভিন কুমার জিন্দালকেও দল থেকে বহিষ্কার করেছে।
এক বিবৃতিতে বিজেপি বলেছে, তাদের দল “কোন সম্প্রদায় বা ধর্মকে হেয় করে বা অপমান করে এমন কোন আদর্শের বিরুদ্ধে” এবং তারা আরও বলেছে যে তারা “এ ধরনের দর্শন বা ব্যক্তিকে সমর্থনও করে না।”
ফেরদৌসী আক্তার রেহেনা বলেন,প্রকৃতপক্ষে যারা নবীজীকে ভালোবাসেন তার দল মত নির্বিশেষে অত্র প্রতিবাদ ও মানব বন্ধনে যোগদান করবেন।
উক্ত প্রতিবাদ সভা ও মানব বন্ধনে সকাল নারায়নগঞ্জের পরিবারের সকল সদস্য অংশগ্রহন করবেন।