সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
সকাল নারায়নগঞ্জ নিউজের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ছায়ানুর তালুকদার ও চিফ ফটোগ্রাফার জামাল তালুকদারের দ্বিতীয় তম রাজপুত্র ও চোখের মনি এবং বার্তা সম্পাদক সিয়াম তালুকদারের ছোট ভাই মোঃ সাইফান তালুকদারেরপঞ্চমতম জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে কেক কেটে জন্মদিন উৎযাপন করা হয়।
২০১৭ সালে এই দিনে নারায়নগঞ্জ সদরের ডনচেম্বার এলাকার নিজ বাস ভবনে জন্মগ্রহন করেন সাইফান।
জন্মদিনে তাদের রাজপুত্রের জন্য তেমন কিছু করেনি তবে নিজ বাড়িতে সকাল নারায়নগঞ্জের পরিবারসহ কেক কেটে জন্মদিন উৎযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সকাল নারায়নগঞ্জের সাংবাদিক ছায়ানুর তালুকদার (সম্পাদক ও প্রকাশক),সাংবাদিক জামাল তালুকদার (সিনিয়র ফটোগ্রাফার), সাংবাদিক সিয়াম তালুকদার (বার্তা সম্পাদক),সাংবাদিক রুবেল (স্টাফ রিপোর্টার),সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জান্নাত (স্টাফ রিপোর্টার),সাংবাদিক শান্ত (স্টাফ রিপোর্টার) ও সাংবাদিক আমিনুল (ফটোগ্রাফার) সহ অন্যান্য সকল সকাল নারায়নগঞ্জের কর্মকর্তা।
জন্মদিন উপলক্ষে সাইফানের উজ্জ্বল ভবিষ্যত কামনা এবং জীবনের লক্ষ্যে যেন বহুদূর পৌঁছাতে পারে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পিতা সাংবাদিক জামাল তালুকদার ও মাতা সাংবাদিক ছায়ানুর তালুকদার।
সাংবাদিক ছায়ানুর তালুকদার এবং জামাল তালুকদার বলেন আজ আমার ছেলে সাইফানের জন্মদিন।
আমাদের পরিবারের সবার ইচ্ছা সাইফানকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দান করা।ইসলামি শরিয়াত মোতাবেক বড় করা।
আমাদের দ্বিতীয়তম পুত্র সাইফানের জন্য সমগ্র দেশবাসীর কাছে দীর্ঘায়ু কামনা ও দোয়া চাইছি।
সকলে সাইফানের জন্য দোয়া করবেন।