সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাইবার মনিটরিং সেল এর কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং সম্পন্ন হয়েছে।
রবিবার (২৯ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম।
ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, সাইবার ক্রাইম বন্ধে এবং ভুক্তভোগীদের সেবা দেয়ার উদ্দেশ্যে সাইবার মনিটরিং সেল গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং কিংবা প্রতারনা শিকার, একাউন্ট হ্যাকিং, অনলাইন ট্রেডিংয়ে প্রতারণার মত ঘটনায় ভুক্তভোগীদের সেবা প্রদানের লক্ষ্যেই এই সাইবার মনিটরিং সেল গঠন করা হয়েছে।
তিনি বলেন, আমাদের ডিআইজি সাহেবের পরামর্শে সাইবার সেল গঠন করেছি। এটি সাত সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে চালু হয়েছে। এটা সব সময় সাইবার পেট্রোলিং করে থাকবে। আপনারা জানেন সাইবার বুলিং, ফ্রড, জিমেইল-ফেসবুক হ্যাকিং এগুলো দিন দিন বাড়ছে। আমরা এগুলো কঠোর হস্তে দমনের জন্য চব্বিশ ঘণ্টা আমাদের সাইবার পেট্রোলিং টিম চালু থাকবে।
তিনি আরও বলেন, আপনাদের সাথে নিয়ে আমরা নারায়ণগঞ্জবাসীর দোড়গোড়ায় এই সেবা পৌছে দিতে চাই এবং সাইবার সহযোগীতা করতে চাই৷ যে কেউ সাইবার হ্যারেসমেন্ট বা বুলিংয়ের শিকার হলে আমাদের একটা হটলাইন নাম্বার থাকবে। সেখানে যেকোন সময় সেবা পাবেন। আমরা তাদের কাঙ্খিত সেবা দিয়ে থাকব। সাইবার ক্রাইম প্রতিরোধে আমরা আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।
ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা সাইবার মনিটরিং সেল এর ফোকাল পয়েন্ট অফিসার মোঃ তরিকুল ইসলাম।
ব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন, সাইবার মনিটরিং সেল এর অন্যান্য অফিসার, নারায়ণগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।