সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
গরমে জনজীবন অতিষ্ঠ। তার সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং।
শনিবার দুপুরে নারায়নগঞ্জ জেলার বন্দর থানার সাবদী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস রুমের কক্ষে সরেজমিনে তালা ঝুলে থাকতে দেখা যায়। কিছু অভিযোগ করতে আসা লোকদের দাবী তারা যখনই অভিযোগ করতে আসে তখন অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় এবং তালা থাকার কারন কি তার কোন ব্যাখা তারা যানে না।
অভিযোগকারীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই কমবেশি ২-৩ঘণ্টা লোডশেডিং থাকে। এলাকার এক ব্যবসায়ী বলেন, ‘‘গরম পড়ার পর থেকে লোডশেডিং রোজকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভর দুপুরে দোকানে বসে থাকাই দায় হয়ে যায়। তার উপর দিনের মধ্যে অনেকক্ষণ ফ্রিজ না চলায় জিনিসপত্রও নষ্ট হয়ে যাচ্ছে।’’ গ্রাহকদের অভিযোগ, সমস্যার সমাধান তো দূরের কথা, লোডশেডিং-এর কারণও তাঁদের স্পষ্ট করে জানানো হচ্ছে না।
এ ব্যাপারে সকাল নারায়নগঞ্জের নিজস্ব প্রতিবেদক বক্তব্যর জন্য অভিযোগ কেন্দ্রের নাম্বারে ফন দিলে অফিস কর্মকর্তা জানান পল্লী বিদ্যুৎ অফিসের সকল কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করার কারনে নাকি অফিস তালাবদ্ধ থাকে।
স্থানীয়দের দাবি অভিযোগ কেন্দ্রে কেনো দেয়া হয়েছে যদি অফিসে কোন কর্মকর্তা না থাকে তাহলে তারা কার কাছে অভিযোগ করবে।