সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
পুলিশের চোখের সামনে মাত্র কয়েক মিটার রাস্তার মধ্যেই ফাঁকি দিচ্ছে অটো ও ব্যাটারিচালিত রিকশা চালকরা।
রাস্তায় থাকা পুলিশের চেকপোস্টের কয়েক মিটার দূরত্বের মধ্যেই অটো ও ব্যাটারিচালিত রিকশা চালক বিনা বাধায় চলাফেরা করছেন।
যা পুলিশের নজর এড়িয়ে শহরে ডুকে।অবাধে চলাফেরা করছে। এমনই ঘটনা ঘটছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নতুন কোর্ট,চাষাঢ়া,২নং রেল ঘেট,এলাকায়।
এদিকে এবারের রমজানের শুরু থেকেই শহরে অটো ও ব্যাটারিচালিত রিকশা প্রবেশে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসিয়ে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ নিষিদ্ধ যানবাহন নগরীতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এখনও সেই অবস্থা চলমান রয়েছে। শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
তবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যাতায়াতে বিকল্প ব্যবস্থা করে নিয়েছে অটো ও ব্যাটারিচালিত রিকশা চালকরা। তারা সরাসরি নতুন কোর্টের সামনে দিয়ে না এসে পুলিশের চেকপোস্ট সংলগ্ন মোড় নিয়ে আজমেরীবাগ এলাকা দিয়ে ভিতরে ঢুকে যায়। এরপর সেই রাস্তা ধরে সবুজবাগ ও তল্লা এলাকায় এসপি অফিস সংলগ্ন রাস্তা দিয়ে লিংক রোডে এসে চাষাঢ়া এলাকায় চলে আসে।
এতে করে তারা সহজেই পুলিশের চোখ ফাঁকি দিতে পারে। পুলিশের চেকপোস্টের সামনেই তারা যাতায়াত করছে। অথচ পুলিশও তাদের সেই ফাঁকিবাজি লক্ষ্য করছে না।
এর আগে ট্রাফিকে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছিলেন, নতুন কোর্ট, কলেজ রোড, চাষাড়া, মেট্টোহল মোড়, কালিরবাজার, দুই নাম্বার রেলগেইট ও ম-লপাড়া এলাকার পয়েন্টগুলো থেকে পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা দাঁড়িয়ে থেকে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ নিষিদ্ধ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
শহরের এসকল পয়েন্ট এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, কোনো ব্যাটারিচালিত রিকশা শহরের দিকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ব্যাটারিচালিত রিকশা এসে চেকপোস্টের সামনে থেকেই ফিরে যাচ্ছেন। তবে তারা বিকল্প পথে ঠিকই শহরে প্রবেশ করছেন। নতুন কোর্ট এলাকার মতো প্রায় প্রত্যেকটি পয়েন্টের বিপরীতেই তারা বিকল্প পথ ব্যবহার করছেন।
বিকল্প পথে শহরে প্রবেশ প্রসঙ্গে অটো রিকশাচালকদের সাথে কথা বললে তারা বলেন, কি করবো আমাদেরও তো সংসার রয়েছে। রিকশা চালাতে না পারলে পরিবার নিয়ে কোথায় যাবো? তাদের খেতে দিব কি?
এদিকে চাষাঢ়ায় অবৈধ সিএনজি স্ট্যান্ডগুলো শহরে তীব্র যানজটের সৃষ্টি করছে। তারা যত্রতত্র সিএনজি থামিয়ে শহরে জাম তৈরি করছে এব্যপারে জেলার টি’আই (করিম শেখ) এর নিকট জানতে চাইলে তিনি বলেন তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন শহরে ব্যাটারিচালিত রিক্সা প্রবেশ করতে না পারে।
কিছু সংখক ব্যাটারিচালিত রিক্সা ও অটো কিছু কিছু সময় পুলিশের দ্বায়িত্ব ঠিক ভাবে পালন না করার কারনে শহরে ডুকে যানজটের সৃষ্টি করছে।
তবে আগের থেকে অনেকাংশে কম সংখক শহরে ডুকতে পারছে।এই অবস্থায় তিনি বলেন তিনি আরো কঠোর ভাবে চেষ্টা করবেন যেন শহরে কিছুতেই ব্যাটারিচালিত রিক্সা ও অটো প্রবেশ করতে না পারে।এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা ও একান্তভাবে কামনা করেন।