সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও এপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর হয়েছে।
তৈমুরের ভাষ্যমতে, ছাত্রলীগের কিছু লোকজন লাঠিসোটা ও ইটপাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর করে। এতে তৈমুর আলম খন্দকারেরগাড়ির গ্লাস ভেঙে গেছে ও বেশ কিছু স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তৈমূর আলম খন্দকার গত ১৬ জানুয়ারী সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র পদে মেয়র নির্বাচন করেন। দুইদিন পর বিএনপি থেকে তৈমুর আলমকে দল থেকে বহিস্কার করেন।
তৈমূর বলেন, বাংলাদেশে ন্যায় বিচারের অনেক অভাব, বিচার চেয়েও পাবো না। যেখানে সরকারের লোকজন এই রকম কাজ করতে পারে সেখানে সরকার কিভাবে বিচার করবে।।আজকে আদালতপাড়াও নিরাপদ না। সুপ্রীম কোর্টের মত আদালতপাড়ায় আগে এভাবে মারামারি হতো না। কিন্তু আজ হয়েছে।
ছাত্রলীগের লোকজন আমার গাড়িটা ভাঙচুর করেছে। এটা দুঃখজনক। যারা সরকারী দল করে তারা ভালো আছে।
প্রসঙ্গত ২৬ মে দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই সময়ে সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে তৈমূরের গাড়ি পার্কিং করা ছিল।