সকাল নারায়ণগঞ্জঃ
গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেইট ফলপট্রি এলাকায় যানজটে আটকা পড়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী আনন্দ বাসের সাথে চলন্ত ট্রেনের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়।ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন নারায়ণগঞ্জ রেলষ্টেশনের অদূরে ১নং রেল গেইট (ফলপট্রি) সিগনাল অতিক্রমকালে যানজটের কারনে রেললাইনে উপর দাড়ানো আনন্দ বাস (ঢাকা মেট্রো-ব-১১৪৩৭৪) কে দুমড়ে মুচড়ে প্রায় ৫০ গজ দূরে নিয়ে যায়। বাসে ১২/১৩ জন যাত্রী ছিলো।
এরমধ্যে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৯ জনকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়। এই ঘটনার পর থেকে ১নং রেল গেইট ফলপট্রি এলাকায় সিগনালের আশেপাশে থাকা হকারদের ওই জায়গায় বসতে নিষেধাজ্ঞা আরোপ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
কিন্তু এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই আবারও সেখানে দোকান বসানো শুরু করেছে হকারেরা। রবিবার (৪ এপ্রিল) রাতে সেখানে বাশ গেড়ে দোকান বসাতে দেখা যায়। আবারও আরেকেটি দূর্ঘটনা ঘটার আশংকা থাকতে পারে বলে আশংকা করছেন অনেকেই। কিন্তু এসপি ডিসির নিষেধাজ্ঞা অমান্য করে কিছু নামধারী সন্ত্রাসী দের আশকারায় হকারেরা এই দোকান বসাচ্ছে।
ষ্টেশন মাস্টার ও জিআরপি কর্মকর্তা এই বিষয়ে জেনেও না জানার মতোই চোখ বন্ধ লরে রেখেছেন। কিন্তু তারা কোন প্রকার ব্যবস্থাই নিচ্ছেন না।