সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার টিআরসি নিয়োগ উপলক্ষে কর্তব্যরত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে টিআরসি নিয়োগ উপলক্ষে কর্তব্যরত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ হেডকোয়ার্টার্স এর নিয়োজিত কর্মকর্তাগণ।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের বাছাই কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত পুলিশ সদস্যদের করনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। ইতোমধ্যে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদনের ভিত্তিতে প্রবেশপত্র প্রদান করা হয়েছে।