সকাল নারায়ণগঞ্জঃ
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন উপহার সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।