সকাল নারায়ণগঞ্জঃ
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
শনিবার (২৬ মার্চ) ভোর ০৫টা ৫৬ মিনিটে মহান স্বাধীনতা দিবসের প্রত্যুষে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এর নেতৃত্বে চাষাড়া বিজয় স্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) মোঃ মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।