সকাল নারায়ণগঞ্জঃ
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১২ নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী শওকত হাসেম শকুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় শিশু কল্যাণ স্কুল মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে শওকত হাসেম শকু বলেন, আমি সাধ্যমত কাজ করার চেষ্টা করেছি। আপনাদের পাশে থেকেছি। করোনা মহামারী কালীন সময়ে আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। যদি কোন ভুল থাকে বলবেন সেটা ঠিক করে নেব। আপনাদের ভোট, দোয়া ও ভালোবাসা চাই। আরেকবার সেবা করার সুযোগটা চাই।
কাউন্সিলর শকু আরও বলেন, এখানে যারা বক্তব্য দিয়েছেন তারা সবাই আমার প্রশংসা করেছেন কিন্তু ভুল ত্রুটি কেউ ধরে দেননি। আমি সবচেয়ে বেশী পছন্দ করি কোন সভাতে যদি আমার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমার সমালোচনা করা হয়। তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। ২০০৩ সালের ১৬ জানুয়ারী প্রথম আমাকে আপনারা নির্বাচিত করেছিলেন। আবার ২০২২ সালে সেই ১৬ জানুয়ারী আমাকে লাটিম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনারা আমাকে জনপ্রতিনিধি বানিয়েছেন আপনাদের সেবা করার জন্য।
আজকে যেখানে সভাটি হচ্ছে সেই বাগে জান্নাত এলাকার মসজিদ, মাদরাসা ও খেলার মাঠ নিয়ে জটিলতা ছিল। আপনারা আপনাদের দাবি আমাকে সিটি করপোরেশনের কাছে তুলে ধরতে বলেছিলেন। আমি আপনাদের শুক্রবার জুমআর নামাজের সময়ে বলেছিলাম আপনাদের দাবি পূরণ করবোই। খেলার মাঠসহ অন্যান্য মসজিদ মাদরাসা যেভাবে রয়েছে সেভাবেই থাকবে ইনশাল্লাহ। আপনাদের যেসব সড়ক সংস্কারের প্রয়োজন ছিল সেগুলো ইতিমধ্যে পূরণ হয়েছে। এখানে পানির সঙ্কট ছিল সেখানে ডীপ বসানো হয়েছে। সড়ক বাতির জন্য টেন্ডার আহবান করা হয়েছে।
যেসব কাজ বাকী রয়েছে সেগুলো পাইপলাইনে রয়েছে। এই ওয়ার্ডে আরো দুইজন প্রার্থী রয়েছে। তারাও হয়তো আপনাদের কাছে আসবে। আপনারা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত করবেন। আমি বিগত দিন আপনাদের দোয়া ও সমর্থন পেয়েছি। আশা করছি এবারো আপনাদের এলাকা থেকে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হবো।
উঠান বৈঠকে স্থানীয় বয়োজেষ্ঠ্য নারীরা কাউন্সিলর প্রার্থী শওকত হাশেম শকুর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। বিগত দিনে করোনাকালে কাউন্সিলর শওকত হাশেম শকুর অনবদ্য অবদান তুলে ধরেন বক্তাদের সকলে। আগামী ১৬ জানুয়ারী তাকে আবারো লাটিম প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি হারুনুর রশিদ বাবুলের সভাপতিত্বে ও চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ রিপনের সঞ্চালনায়, উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক ও বাগে জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি (দায়িত্বপ্রাপ্ত) আবুল হোসেন কামরান, চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা আইউব আলী, সামাল সরদার, চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক আরিফ দিপু প্রমুখ।