1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
তথ্য প্রযুক্তির যুগে সাক্ষরতা অর্জনে ডিজিটালাইজেশন অত্যাবশ্যক। – আনন্দধাম  মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ  ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান সোনারগাঁয়ে সাড়ে সাত’শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশে ই-সিগারেট উৎপাদনের পায়তারা সোনারগাঁয়ে ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান  দিলেন মাসুদুজ্জামান জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১০৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে  জাতীয় সাংবাদিক সংগঠন ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের পক্ষ থেকে ১২ জন বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বিশেষ অবদানের জন্য মোট ২৪ জনকে  সম্মাননা প্রদান করা হয়। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে নগরীর চাষাড়ার রাইফেল ক্লাবের অডিটরিয়াম হল রুমে সরকারী তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রধান উপদেষ্টা ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর.ড.শিরিন বেগমের সভাপতিত্বে এবং দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক, দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও  জেলা  প্রজন্মলীগের সভাপতি খোঃ মাসুদর রহমান দিপুর পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সহ-ধমির্ণী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। 


তিনি বলেন, আজ আমরা যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করছি আমার কাছে মনে হয় আমি বিণয়ে মাথানত হয়ে তাদের স্যালুট করছি। কারণ, যতবার ভাবি বাংলাদেশ, ততবার ভাবি মুক্তিযুদ্ধ। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ সন্তানরা এখনো পর্যন্ত যে সম্মান তারা পায় তা আগে কখনো পায়নি। সেদিন নিরস্্র সেই মানুষরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঝাপিয়ে পড়েছিলো এ দেশকে রক্ষা করার জন্য। তাদের প্রতি আমাদের চির কৃতজ্ঞ থাকতে হবে।

সালমা ওসমান লিপি আরো বলেন, এ স্বাধীনতা যুদ্ধে যে মা তার সন্তানকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়েছিলো। আমার চোখে সেও মুক্তিযোদ্ধা। যারা নি¯্রংসভাবে নির্যাতিত হয়ে তখন শহীদ হয়েছিলো তারাও আমার চোখে মুক্তিযোদ্ধা। সেদিন তারা নির্ভিকভাবে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন বলে আজ আমরা স্বাধীন বাঙ্গালী হিসেবে এখানে বসে মাইকে কথা বলতে পারছি। এই যোগ্যতা আমাদেরকে যারা দিয়ে গেছেন। তাদেরকে কিভাবে আমরা অপমান করি? অসম্মান করি? তাহলে তো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে হবে। যেটা আমাদের ধর্ম বলে, যেটা আমাদের সমাজ বলে।

অনুষ্ঠানের পরিচালক সাংবাদিক দিপু তার বক্তেব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধ দেখিনি তবে স্বাধীনতাকে বুকে ধারণ করেছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমার জন্ম হলেও আমরা যারা ৭১,৭৫ এর পর বেড়ে উঠেছি তারা মুক্তিযুদ্ধ না দেখলেও  মুক্তিযুদ্ধের ইতিহাস বেশি বেশি করার জানার চেষ্টা করেছি। স্কুল কলেজে মুক্তি যুদ্ধের অনেক ইতিহাস জেনেছি, জেনে মনে হয়েছে আমি নিজেই যেনো মুক্তিযুদ্ধে ছিলাম।

ফিদাল কেস্টো বলেছেন আমি হিমালয় দেখিনি তবে বঙ্গবন্ধুকে দেখেছি। বাংলার মানুষ হিমালয় না দেখলেও যার জন্ম না হলে এই বাংলা স্বাধীনতা আসতোনা ,যার সৃস্টি না হলে হয়তো আজ আমরা বাংলায় কথা বলতে পারতাম না, সেই মহান নেতা  জাতির জনক শেখ মুজিবুর রহমানকে অনেকেই দেখেছেন তাই আমি আজ এই মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে শস্ত্রর্ধ ছালাম জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই নারায়ণগঞ্জে এ যাবত অনেক অনুষ্ঠান করেছি কিন্তু ছোট বেলা থেকেই একটি ইচ্ছা ছিলো যদি কখনও সুযোগ আসে তাহলে যাদের জন্য আমরা পেয়েছি স্বাধীনতা সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননার অনুষ্ঠানের আয়োজন করবো। আজ আমার সেই স্বপ্ন বাস্তবে রুপ দিয়েছে শ্রদ্ধেয়া শিরিন আপার জন্য, লিপি ভাবির জন্য এ কারনে আমি তাদের কাছে কৃতঞ্জতা প্রকাশ করছি।


বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জহির তালুকদারের সার্বিক সহোযোগিতায় এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় সভাপতি শামীম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, মহানগর আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জাকিরুল আলম হেলাল, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর আহবায়ক  এস এম মোর্শেদ, নারায়ণগঞ্জ  মহানগর  যুব মহিলালীগের এর সাধারণ সম্পাদক মনিরা সুলতানা মনি।

এছাড়া ১২ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মানা গ্রহন করেন এডভোকেট নুরুল হুদা (জেলা কমান্ডার নারায়নগঞ্জ), মোঃ শাহজাহান ভুইয়া(জুলহাস) উপজেলা কমান্ডার, নুুর হোসেন মোল্লা (জেলা কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ( সহকারী কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুরাদ হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা কাজী মোঃ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম আজহার, বীর মুক্তিযোদ্ধা মোঃ রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম (জেলা সহাকারী কমান্ডার)।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL