সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, অপরিকল্পিত নগরায়ন দুর্ঘটনার অন্যতম কারণ। প্রায়ই দেখা যাচ্ছে শহরে রেল ক্রসিংয়ে হতাহতের ঘটনা ঘটে। ব্যস্ততম এলাকায় এভাবে খামখেয়ালি করার কারণে মানুষ লাশ হচ্ছে। কে নেবে এর দায়ভার?
আজ ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার সকাল ১০ টায় ৯ ওয়ার্ডে হাতপাখার উঠান বৈঠকে মুফতি মাসুম বিল্লাহ উপর্যুক্ত কথা বলেন। সকাল দুপুর ১২ টায় ১৫নং ওয়ার্ডে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুহা. নুর হোসাইন, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, হাফেজ আমিনুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, আমরা বিজয়ী হলে পরিকল্পিত নগর উপহার দিব। মাস্টার প্লান করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রোড- বাইপাস, ওভারপাস, আন্ডারপাস-এর ব্যবস্থা করব। এতে যানযটমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে উঠবে, পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে নগরবাসী রেহাই পাবে, ইনশাআল্লাহ।