1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের সাথে মিলে মিশে কাজ করার জন্য-আইভী - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার  ‎নারায়ণগঞ্জ বারের প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ খেলাফত মজলিস ফতুল্লা থানা উত্তর কমিটি গঠন বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান

আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের সাথে মিলে মিশে কাজ করার জন্য-আইভী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৩৫ Time View

সকাল নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,  আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের সাথে মিলে মিশে কাজ করার জন্য। যখনই নেত্রী আমাকে নৌকা দিয়েছে আপনারা আমার পাশে ছিলেন। গত বছরও আপনারা ছুটে এসেছেন এবারো আমাকে সমর্থন দিচ্ছেন। প্রক্ষান্তরে আপনারা নেত্রীর কথা মেনে নিয়ে আমার জন্য কাজ করছেন, অর্থাৎ নেত্রীকে আপনারা সমর্থন দিচ্ছেন। যারা এই সুযোগটা নিলো না আমি মনে করি তারা দলের প্রতি নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। আমাদের দল ভবিষ্যতে যাকে মনোয়ন দিবেন তার পক্ষে কাজ করবো, ইনশাআল্লাহ। 

বুধবার (৮ ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, আমাদের জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই কাকা কথা বলতে গিয়ে আবেগ প্রবন হয়ে গেছে। কারণ বাবু (এমপি নজরুল ইসলাম) তার সকল চেয়ারম্যানদের আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সে গর্বের সহিত বলছে আমি আমার ইউনিয়নের সকল চেয়ারম্যানদের এখানে নিয়ে এসেছি নৌকাকে পাশ করাতে। সেইখানে হাই কাকা বলতে পারলেন না আমার ইউনিয়নে নৌকা পাশ করেছে বরং নৌকাকে দাবিয়ে রেখে লাঙ্গলকে জিতানো হয়েছে। এর থেকে বড় কষ্ট আর হতে পারে না। 

আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগের পদ-পদবীধারী ও জেলা আওয়ামী লীগের পদ নিয়ে আওয়ামী লীগের  মনোনীত সাংসদ সদস্য হয়েও তারা লাঙ্গলকে নারায়ণগঞ্জে পাশ করাচ্ছে। মধ্যরাতে নাটকীয়ভাবে আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিনকে পরাজিত করে সেখানে লাঙ্গলকে ঘোষণা করা হয়, এইটা অনেক লজ্জাজনক আমাদের জন্য। আমরা নারায়ণগঞ্জে এগুলো আর চাইনা।

মেয়র বলেন, অতীতেও নাজমা রহমানের ভোট ছিনতাই করা হয়েছে। নৌকার ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, আমরা আর তা চাই না। আজকে এই কথা বলতে বাদ্য হয়েছি যেই নৌকা প্রধানমন্ত্রী আমার হাতে তুলে দিয়েছে সেই নৌকা নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে, বিভিন্ন ভয় ভীতি দেখানো হচ্ছে। নারায়ণগঞ্জকে অস্থির করা হচ্ছে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রুপগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা বাবলি, আওয়ামী লীগের জাতীয়  পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, এড. আসাদুজ্জামান, মো. সানাউল্লাহ, আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ  আইভী সমর্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL