সকাল নারায়ণগঞ্জঃ
বিএসটিআই এর অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরী, অনুমোদনহীন বিভিন্ন অস্বাস্থ্যকর ফ্লেভার ও ক্ষতিকর রং ব্যবহার করে অবৈধ ভাবে আইসক্রিম তৈরী করার অপরাধে ভোক্তাঅধিকার সংরক্ষণ বিসমিল্লাহ রাজ আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ফতুল্লার ইসদাইরে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাব’র প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।অভিযান প্রসঙ্গে সেলিমুজ্জামান বলেন, অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম তৈরী, অনুমোদনহীন বিভিন্ন ফ্লেভারের রং ব্যবহার করে আইসক্রিম তৈরি,প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না করার অপরাধে বিসমিল্লাহ রাজ আইসক্রিমকে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা এবং ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।