সকাল নারায়ণগঞ্জঃ
নারায়গঞ্জের ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ অক্টোবর) রাতে তাকে ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিলার বাবু লালপুর পৌষার পুকুরপাড়ের মৃত হাফিজউদ্দিনের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক হারেস শিকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শাহ আলম নামক এক ব্যক্তির চাঁদাবাজীর মামলায় রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে তাকে পঞ্চবটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, কিলার বাবু একটি বাহিনী গড়ে তুলে লালপুর, পৌষাপুকুরপাড় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজী, ছিনতাই সহ নানা অপরাধের জন্ম দিয়ে স্থানীয়বাসীর জীবনকে করে তুলেছিলো অসহনীয় যন্ত্রণাময়। শীর্ষস্থানীয় এই চাঁদাবাজ এক নারীকে হত্যার করার পর কিলার বাবু নামে পরিচিতি পায়। ২০১৫ সালের ১ জুন ফতুল্লার ডিআইটি মাঠে প্রকাশ্যে দিবালোকে ফরহাদ নামক এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করার চেষ্ট করে কিলার বাবু সহ অপর সন্ত্রাসীরা। এ সময় স্থানীয় মহলে আতংক ছড়াতে বেশ কয়েক রাউন্ড ফাকাঁ গুলিও ছুড়ে আলোচনা আসে কিলার বাবু।