সকাল নারায়ণগঞ্জঃ
এস এম কাদির আহবায়ক ও শফিকুল ইসলাম শিমুল সদস্যসচিব নির্বাচিত
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন গত ১ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৬ টায় রসুলপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এস এম কাদিরের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, স্থানীয় বাসদ নেতা মোরশেদুর ইসলাম পলাশ, শফিকুল ইসলাম শিমুল , গোলাম মোস্থফা, গোলাম রাব্বানী প্রমূখ।
নেতবৃন্দ বলেন, দেশে এক ভয়াবহ পরিস্থিতি চলছে। করোনাকালে ৭৬ ভাগ মানুষের আয় কমে গিয়েছে। চাল, ডাল, চিনি, তেল, ডিমসহ নিত্যপণ্যের দাম উর্ধ্বমূখী। এতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। বাজার নিয়ন্ত্রনে সরকার সম্পূর্ন ব্যর্থ। অযৌক্তিকভাবে ব্যবসায়ীদের স্বার্থে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি, অনিয়ম, লুটপাট, দলীকরণে সরকার নমজ্জিত। চরম ফ্যাসীবাদী শাসনে আজ গণতন্ত্র নির্বাসিত। সাংবিধানিক সকল প্রতিষ্ঠান সরকার ধ্বংস করে দিয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, কুতুবপুর ইউনিয়ন চরমভাবে অবহেলিত। এখানে কারখানার কালো ধোয়াঁ, জলাবদ্ধতা, পয়নিষ্কাশন, ভাঙ্গাঁ রাস্তা, মাদক, মশাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এইসব সমস্যা থেকে কুতুবপুরবাসী মুক্তি চায়। কাউন্সিলে এস.এম কাদিরকে আহŸায়ক ও শফিকুল ইসলাম শিমুলকে সদস্য সচিব করে ১২ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়।
বার্তা প্রেরক
রুহুল আমিন সোহাগ