1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধন করেছেন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান দিনে ৪৪২ জনের মৃত্যু রোধে সমাবেশ ও কফিন র‍্যালি জমি নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দলের মারধরের শিকার জামায়াত নেতা জনপ্রতিনিধি হলে প্রত্যেক ওয়ার্ডে মা বোনদের জন্য কল্যাণ কার্ড করে দিয়ে যাব: টিপু  বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলাপ্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড বৃষ্টিতে ভিজেও মানবিক সচেতন মূলক কাজ করে যাচ্ছেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা 

মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধন করেছেন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১০৮ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

শনিবার (২ অক্টোবর) বিকেলে বন্দরে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেন,৪০ বছর যাবৎ এই নারায়ণগঞ্জ শহরকে লুটপাট করে খাচ্ছেন। মানুষ মারছেন, হত্যা করছেন। মাথা আর মাথা দেখা যাবে বলে হুমকি দেন। মানুষকে পিষে মারতে চান। মুক্তিযোদ্ধাদের দুই টাকার সম্মান দেন না। তাদেরকে তাদের মতো কাজ করতে দেন না। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাধীনতা নাই। কোনো মুক্তিযোদ্ধা কথা বলতে পারে না। মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন করতে দেন না। বড় বড় কথা তাহলে কেন বলেন? নারায়ণগঞ্জ শহরের মানুষ আপনার কথা বলা বন্ধ করে দেবে।’
তিনি আরো বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণায় আসি নাই। কিছু কথা বলতে আসছি। কারণ এই পাড়ের মানুষকে তারা জুজুর ভয় দেখায়। নদীর এই পাড়ে আসলেই কলিজা বড় হয়ে যায়। কিন্তু নদীর ওই পাড়ে এত বড় কথা বলতে পারে না। এইখানে মনে করে, মানুষ নদী পাড় হয়ে শহরে যাবে, কখন কারে গুলি করবে, কারে তুলে নিয়ে অত্যাচার করবে। আগে তো তাই হয়েছে। আমি কথা বলার এগুলো বন্ধ হয়েছে। আজকে সামান্য একজন মানুষকে ধরে নিলেও আইভী গর্জন করে উঠবে। আর সেগুলো মিডিয়াতে চলে আসবে। সুতরাং এই সমস্ত কাজ বাদ দিয়ে মানুষের কাতারে আসেন।’
নাসিক ২১নং ওয়ার্ড  কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল লতিফ, নাসিকের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মো. সাগর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শিউলী নওশাদ, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন, মহানগর যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আবদুল মোতালিব, শরীফ হিরা, হিমেল খান প্রমুখ।
আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL