মনে পড়ে মুহাম্মদ রমজান মিয়া
সকাল নারায়ণগঞ্জঃ
-
আপডেট
শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
-
২২২
Time View
সকাল নারায়ণগঞ্জঃ
মনে পড়ে হায়
স্মৃতির সীমানায়।
শৈশব কালের কথা,
স্মৃতির কথা গুলো মোরে
বুকে দেয় চড়ম ব্যাথা।
শৈশবে দেখি সবাই খেলে
লাটাই ঘুড়ি দিয়ে,
বাবা তখন মাছ ধরে
আমাকে সাথে নিয়ে।
জীবন দিয়ে জীবন গড়া
যাদের সাথী কষ্ট।
চলতে গেলে হোঁচট খেতাম,
জীবন হতো নষ্ট।
বাবাকে দেখে শিখেছি আমি
জীবন যুদ্ধের গল্প,
কষ্টের সেই জীবনে
সুখ পেয়েছে স্বল্প।
নদীর সাথে মিতালি তাহার
নদীই যাদের অদৃষ্ট,
সেই নদীতেই রচনা করি
আপন জীবন সৃষ্ট।
লাটাই ছেড়েছি,
গিলা ছেড়েছি,
ছেড়েছি লাঠিম খেলা,
কলম হাতে মন মগজে
গড়েছি জীবনের মেলা।
আরও সংবাদ