সকাল নারায়ণগঞ্জঃ
জুয়ারী গ্রেফতার হয়, জেলও খাটে কিন্তু জুয়ার গডফাদার বড় শাহজাহান ও ছোট শাহজাহান গ্রেপ্তার হয় না কেন?
নারায়নগঞ্জে জুয়ার বোর্ড চালায় নারায়নগঞ্জ বাস টার্মিনালের একসময়ের ড্রাইভার বড় শাহজাহান ওরফে মদদী শাহজাহান। তার সহযোগী ছোট শাহজাহান ওরফে বিদ্যুৎ চোর শাহজাহান ওরফে টোকাই শাহজাহান। এরা থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাসস্ট্যান্ড এলাকায় কিছু মদখোর নেতাদের ম্যানেজ করে মাসের পর মাস বছরের পর বছর জুয়ার আসর চালিয়ে এই দুই শাহজাহান এখন শহরের নদীর ওপারে অনেক জমিজমার মালিক।
মজার তথ্য হচ্ছে জুয়ার আসরে র্যাব, পুলিশ, ডিবি পুলিশ হানা দিয়ে বা অভিযান চালিয়ে জুয়াড়ি গ্রেফতার করে জুয়াখেলার ব্যবহৃত তাস এবং নগদ টাকা উদ্ধার করে জুয়াড়িদের বিরুদ্ধে মামলা হয় কোর্টে পাঠানো হয় আসামিদের কোমরে দড়ি দিয়ে বেঁধে। কিন্তু গ্রেফতার হয়না জুয়ার বোর্ডের যারা মালিক সেই কুখ্যাত জুয়ারু বড় শাহজাহান আর ছোট শাহজাহান।
নারায়নগঞ্জ বাসীর প্রশ্ন প্রশাসনকি এদের গ্রেফতার করতে পারে নাহ। জনস্বার্থে এদের বিরুদ্ধে ৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা করে র্দীঘদিন জেল খাটার ব্যাবস্থা করল এই জুয়ারীদের উৎপাত থেকে রক্ষা পাওয়া যাবে।