সকাল নারায়ণগঞ্জঃ
লকডাউনে কর্মহীন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত চাল হরিজন সম্প্রদায়ের হাতে তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নাসিক ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর ১০০ শয্যা ভিক্টোরিয়া হাসপাতালের হরিজন পল্লীতে গিয়ে প্রতিটি পরিবারের হাতে এই উপহার তুলে দেন তিনি।
বিন্নি বলেন, মহামারি করোনাকালে লকডাউনে কর্মহীন পরিবারগুলো যাতে অর্ধাহার কিংবা অনাহারে না থাকে, সেই লক্ষ্যে করোনার শুরু থেকেই নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে নাসিকের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সহস্রাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে (বুধবার) সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়ের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হলো। সবশেষে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় কাউন্সিলরের একান্ত সচিব অজিত চন্দ্র পাল উপস্থিত ছিলেন।