সকাল নারায়ণগঞ্জঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গোগনগরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে, ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের তত্ত্বাবধায়নে এবং চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের সহযোগীতায় এ সভার আয়োজন করা হয়।
গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাস্টারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.বি.এম. আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান শিকদার, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, জেলা আওয়ামীলীগের সদস্য আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রমিজ উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সুকুম, বীর মুক্তিযোদ্ধা সওদাগর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল হাই বলেন, এতো কাউয়া, এতো হাইব্রীড কখনো দেখিনি। মিছিল করার জন্য লোক পাওয়া যায় নাই। ৬০ হাজার লোক আওয়ামীলীগের গলার কাটা।
আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন আওয়ামীলীগ বর্ধিত সভা করবে, যারা বা যে যোগ্য তার/তাদের নাম বলবে, আমার কাছে এবং সেক্রেটারির কাছে জানাবেন। আমরা নাম কেন্দ্রে পাঠাবো, প্রার্থী মনোনয়ন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে।
তিনি আরও বলেন, হাইব্রীড, কাউয়াদের নাম আমার কাছে এসেছে। আমি এখনো কেন্দ্রে যাই নাই। ২০ বছর ধরে যারা দল করে তারা পদ পাবে না, কিন্তু হাইব্রীড কেউ এসে দলের ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবে তা হতে পারে না। একটা নিয়ম-শৃঙ্খলা থাকতে হবে।