সকাল নারায়ণগঞ্জঃ
ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকা থেকে এক গৃহবধূ বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে লিখেছেন, তার স্বামী একই জেলার ফুলবাড়িয়া থানার অধিবাসী। তাদের ঘরে তিন বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার স্বামী তাকে নানাভাবে নিপীড়ন করতে থাকে। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। প্রায় চার বছর ধরে তার স্বামী তার ও তার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। নানাভাবে সে চেষ্টা করেছে তার স্বামীর বাড়িতে ফিরে যেতে। সংসার টিকাতে সব ধরনের চেষ্টা করেছে সে। কোনো ভাবেই পেরে ওঠেনি। উক্ত গৃহবধূ জানান, তিনি কোনো মামলা মোকদ্দমায় জড়াতে চান না। তিনি চান, তার স্বামী তাকে ও সন্তানকে সসম্মানে ঘরে তুলে নিবে।
বার্তা পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেনকে নির্দেশনা দেন উক্ত গৃহবধূকে তার সংসারে ফেরার ব্যবস্থা করতে। ওসি ফুলবাড়িয়ার উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ও মধ্যস্থতায় উক্ত গৃহবধূকে তার স্বামী স্বসম্মানে বাড়িতে তুলে নিয়েছেন। গৃহবধূর স্বামীকে জানানো হয়েছে, উক্ত নারীর কোনো অসম্মান বা তার অধিকার ক্ষুন্ন হলে পুলিশ কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। উক্ত গৃহবধূকেও পরামর্শ দেয়া হয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে। তাকে আশ^স্ত করা হয়েছে, তার যে কোনো আইন সম্মত প্রয়োজনে পুলিশ সবসময় পাশে থাকবে। এক বার্তায়, উক্ত নারী ও তার পরিবার বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।