সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
নারায়ণগঞ্জ জেলা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, শতকরা ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে। তাই আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
শনিবার (৭ আগস্ট) সোনারগাঁ উপজেলার একটি অস্থায়ী টিকাদান কেন্দ্রে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, ‘সারাদেশের মত নারায়ণগঞ্জেও ৭১টি সেন্টারে, ৪০টি ইউনিয়ন পরিষদ, ৫টি পৌরসভা ও ১টি সিটি করপোরেশনে ৪৩ হাজার ভ্যাকসিন প্রদানের জন্য আমরা কাজ করছি। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন প্রদানের কাজ চলছে। প্রথমে ১৮ বছর বলা হলেও এখন আমরা ২৫ বছর বা তার উর্ধ্বে যারা আছে তাদেরকে ভ্যাকসিন দিচ্ছি। যারা মুক্তিযোদ্ধা, বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধী যারা আমরা তাদেরকে এখানে অগ্রাধিকার দিচ্ছি।
তিনি বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারা আমাদের সহযোগিতা করছে। এখনও তেমন কোনো খারাপ সংবাদ পাইনি। সব কিছু মিলিয়ে আমরা ভালোভাবেই সব কিছু করতে পারছি। পাশাপাশি সোনারগাঁয়ের যে সংসদ সদস্যসহ অন্যান্য সকল জনপ্রতিনিধিরা খুবই দারুণ আয়োজন করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।’
এই সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকাও উপস্থিত ছিলেন।