সকাল নারায়ণগঞ্জঃ
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও এলাকাবাসীর সাথে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও গরু কোরবানি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচিত ও জনপ্রিয় কাউন্সিলর আব্দুল করিম বাবু।
পবিত্র ঈদুল আজহার ২য় দিন আজ (২২ জুলাই) বিকেলে ১৭ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় ওয়ার্ডের ১২ হাজার পরিবারের মাঝে কোরবানির পশুর মাংস বিতরণ করেন “খাবারের ফেরিওয়ালা” উপাধি প্রাপ্ত এ কাউন্সিলর।
গত কয়েক বছর ধরে এলাকাবাসীর জন্য গরু কোরবানি দেন তিনি। করোনা ভাইরাসের প্রভাবে ব্যবসা-বাণিজ্য মন্দা হলেও পূর্বের
সেই ধারাবাহিকতায় এবারও গরু কোরবানির সিদ্ধান্ত নেন বাবু।
এ প্রসঙ্গে কাউন্সিলর বাবু বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। এলাকাবাসীর সাথে ঈদের এ আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর আমার ওয়ার্ডের ১২ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি, পোলাও চাল, সয়াবিন তেল, দুধ ইত্যাদি), মাছ, শীতের সময়ে কম্বল (শীতবস্ত্র) ও পবিত্র ঈদুল আযহার সময়ে কোরবানির মাংস বিতরণ করে থাকি। তারই ধারাবাহিতকতায় আজও মাংস বিতরণ কার্যক্রম চলছে। ট্রাকে করে নিয়ে গিয়ে প্রতিটি এলাকায় মানুষের ঘরে ঘরে মাংস বিতরণ করা হবে। কোনো লোকসমাগম হবে না।
করোনা মহামারী থেকে বাঁচতে হলে অবশ্যই মাস্ক পরিধান করা সহ সরকারি সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, কিছুদিন পূর্বে আমি ও আমার পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমার এলাকার মা-বোনসহ পুরো ওয়ার্ডবাসীর দোয়ায় আমরা সুস্থ হয়েছি। তাই আমি সকলের কাছে কৃতজ্ঞ।
সবশেষে তিনি জানান, যতদিন বেঁচে আছেন, তার সামর্থ্যে এলাকাবাসীর জন্য পশু কোরবানি দেবেন।