লকডাউনে দিশেহারা অসহায় ও হতদরিদ্র ৫শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নাসিক ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
শনিবার (১৭ জুলাই) বিকেলে ৭২নং সিরাজদৌলা সড়ক সংলগ্ন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাষ্ট অব বেঙ্গলের উদ্যোগে কোভিড-১৯ ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি বলেন, চলমান লকডাউনে কর্মহীন পরিবারগুলোর খাদ্য নিশ্চিতের লক্ষ্যে এই কার্যক্রম। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই কুমুদিনী পরিবারকে, যারা এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষগুলোর পাশে এসে দাড়িয়েছে। কুমুদিনীর প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা একজন দানবীর ও উদার মনের মানুষ হিসেবে বাংলাদেশ তথা বহির্বিশ্বে পরিচিত ছিলেন। আজকে তাঁর মৃত্যুর পর তাঁর পরিবার মানবসেবার সেই ধারা অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, আমাদের সচেতনতাই পারে করোনা সংক্রমণ রোধ করতে। সেজন্য বাসা থেকে বের হলে অবশ্যই আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি গণজমায়েত এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, আমি-আপনি সুস্থ সচেতন থাকলে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র সুরক্ষিত থাকবে