সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কোরবানীর পশুর হাট শিডিউল ক্রয়কে কেন্দ্র করে উপজেলা পরিষদে ব্যাপক হট্টোগোল এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএনওর পাশাপাশি ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়। এরপরে ইজারা প্রার্থীদের এক দুইজন করে প্রবেশ করতে দেয়া হয় প্রশাসনিক ভবনে।
মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ ভবনে এই হট্টগোলের ঘটনা ঘটে। সেনাবাহিনীর উপস্থিতির পরপরে সব ঠান্ডা হয়ে এলেও আশেপাশে বিভিন্ন ইজারা প্রার্থীদের অনুগত লোকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক সংবাদকর্মী সৈয়দপুর কয়লাঘাট এলাকার শিডিউল ফরম কিনতে যান তিনি। উপস্থিত প্রতিপক্ষের লোকজন বিষয়টি বুঝতে পেরে তার সামনেই ব্যাপক হট্টগোল করেন। এক পর্যায়ে ধস্তাধস্তি করার মত পরিস্থিতি তৈরী হয়।