সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ জেলায় লকডাউনের পঞ্চম দিনে সোমবার (৫ জুলাই) ৮১ টি মামলায় ৮৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের ২৩ টি ভ্রাম্যমান আদালত টিম কাজ করছে। সোমবার (৫ জুলাই) সকাল থেকে ৮১ টি মামলা দিয়ে ৮৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এরা বাসা থেকে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারেনি। তাই ওই লোকগুলোতে একটি নির্দিষ্ট সময় আটক রেখে আবার মুক্ত করে দিয়ে ভবিষৎতে যেন আর লকডাউন আইন ভঙ্গ না করে সে মর্মে সতর্ক করা হয়েছে।