নারায়ণগঞ্জে কঠোর লকডাউনের প্রথম দিনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে কঠোর অবস্থানে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১ টা থেকেই শহরের প্রধান সড়ক চাষাঢ়া চত্বরে এসে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। এর আগে সকাল ৮ টা থেকেই অবস্থান নেয় পুলিশ, ট্রাফিক ও আনসার সদস্যরা। এসময় মাইকিং করে সবাইকে মাস্ক পড়তে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়।
এ ছাড়াও সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করেন। এ ছাড়া প্রতিটি সড়কেই টহল দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
চাষাঢ়ায় অবস্থান করা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, আমরা সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে কাজ করছি। আশা করছি জনসাধারন সরকারি নির্দেশনা মেনে চলবে। আমাদের সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আমরা রোস্টার করে দায়িত্ব পেয়েছি, সেই অনুযায়ী সার্বিক্ষনিক আমরা মাঠে থাকবো।