সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জে লকডাউন নেই বললেই চলে। অবাধেই চলছে ব্যাটারিচালিত রিকশা। কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। একটি ব্যাটারিচালিত রিকশায় ৬জন করে যাত্রী বসছে। এতে করে বাড়ছে করোনার ঝুঁকি।
বাসে প্রতি সিটে ১ জন করে বসলে ব্যাটারিচালিত রিকশায় কেন গাদাগাদি করে ৬ জন বসছে। ব্যাটারিচালকদের জিজ্ঞেস করলে তারা জানায়, আমরা তো টাকা দিয়েই শহরে ঢুকছি।
এবিষয়ে ট্রাফিক পুলিশদের কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছেনা। ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করলে করোনা ঝুঁকি থামানো যাবে না।