সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ সহ নতুন করে আরও ৬ জেলায় কঠোর লকডাউনে বিধিনিষেধ এর ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে থেকে আগামী বুধবার (৩০ জুন) পর্যন্ত কঠোর বিধিনিষেধ (লকডাউন) জারি করা হয়েছে।
জেলাগুলো হলো, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ। এসব জেলায় আগামীকাল ভোর ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ থাকবে।
সোমবার (২১ জুন) বিকালে জরুরি প্রেস ব্রিফিংয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি আরও জানান, জরুরি পরিসেবা অর্থাৎ খাদ্য, ওষুধ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো সেবা চলমান থাকবে। এছাড়া ওই অঞ্চলের সরকারি–বেসরকারি–আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি সাধারণ জনচলাচল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব জেলা থেকে ঢাকাগামী কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। কেবলমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি খাদ্য, ওষুধ ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোন যানবাহন চলাচল একেবারেই বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুন) লকডাউনের ১ম দিনে নারায়ণগঞ্জ শহরে লকডাউন ছিল অনেকটাই ঢিলেঢালা। যানবাহন চলাচল ছিল সব সময়ের মতই।
লকডাউন অমান্য করে শহরে প্রবেশ করায় ট্রাফিকের উর্ধতন কর্মকর্তারা সিএনজি আটক করে। লকডাউন অমান্য করায় ৩৫ টি সিএনজিকে ৫০০-১০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম, বিশ্বজিৎ সহ অন্যান্য কর্মকর্তারা।