সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার:
শহরের চাষাঢ়া থেকে কয়েক শ’ গজ দূরে চাঁদমারী এলাকাটি যার সন্নিকটেই রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ সুপার, ডিবি অফিস আদালতসহ সরকারি বিভিন্ন প্রশাসনিক দফতর।
জানা গেছে, চাঁদমারী বস্তিতে দিনে-রাতে মাদকসেবীদের ভিড় আর আনাগোনা দেখে এলাকাটিকে মাদকের ‘হাট’ বলছেন স্থানীয়রা। পূর্বের ন্যায় বর্তমানেও প্রকাশ্যে শিষ দিয়ে বিক্রি হচ্ছে মাদক। দীর্ঘদিন ধরেই চাঁদমারী বস্তি অপরাধমূলক কর্মকান্ডের স্থান হিসেবে কুখ্যাত।
বস্তিতে বিক্রি হয় ফেনসিডিল, মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এখানে প্রকাশ্যেই শীষ দিয়ে মাদক বিক্রি হচ্ছে। এসব দেখেও কিছু করছে না পুলিশ। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অদূরেই প্রকাশ্যে মাদক বিক্রি হলেও এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী মাঝেমধ্যেই অভিযান চালালেও বন্ধ হচ্ছেনা স্পটটি।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ নিয়মিত মাসোহারা পায় বলেও অভিযোগ উঠেছে। দিনে-রাতে প্রকাশ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের চাঁদমারী এলাকায় মাদক বিক্রি হচ্ছে। রিকশা চালকেরা বাসের হেলপাররা রিকশা ও বাস দাঁড় করিয়ে রেখে প্রকাশ্যে মাদক কিনছে।
মাদকের বিস্তারের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটছে অবনতি। প্রায়শই চাঁদমারী বস্তিতে আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বাড়ছে ছিনতাই, রাহাজানিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড।