সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
দুর্ঘটনার ঝুঁকি কমাতে রাজধানীসহ সারা দেশের সড়ক-মহাসড়ক এবং অলিগলিতে মোটরচালিত রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করা হলেও অবাধে চলাচল করছে এসব অবৈধ যানবাহন। স্বরাষ্ট্র মন্ত্রণায়য়ের নির্দেশনা কাগজে-কলমেই সীমাবদ্ধ। চোখে পড়েনি প্রশাসনের তৎপরতা। তবে রিকশা ও ভ্যানচালকদের দাবি, তারা জানেন না নির্দেশনার কথা।
রাজধানীসহ সারাদেশেই অবাধে চলছে মোটরচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার যান। কিন্তু কোনো অনুমোদন নেই এসব যানবাহনের। এতে সড়ক-মহাসড়কগুলোতে বাড়ছে দুর্ঘটনা। ঝুঁকি এড়াতে মোটরচালিত রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কিন্তু নির্দেশনা বাস্তবায়নে নেই কোনো তৎপরতা। প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে এসব যানবাহন। রিকশা ও ভ্যানচালকরা বলছেন, পেটের দায়ে বাধ্য হয়ে তারা এ কাজ করছেন।