সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০৮ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা।
গত ০৩ জুন সকাল সাড়ে ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় বিএসটিআই এর প্রতিনিধি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ঢাকা নুর বেকারীকে নগদ- ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, মায়ের দোয়া বেকারী ও কনফেকসনারীকে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ), মরনিং ফুড ফেক্টরীকে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ), মজিদ বেকারীকে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ), মিম বেকারী নগদ ১,০০,০০০/- (এক লক্ষ), বনলতা বেকারীকে নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার ), নিউ প্রোটিন বেকারীকে নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও কর্নফুলি বেকারীকে ২৫,০০০/-(পঁচিশ হাজার) করে সর্বমোট ৮,৭৫,০০০ (আট লক্ষ পঁচাত্তর হাজার) টাকা জরিমানা প্রদান করেন।