সকাল নারায়ণগঞ্জঃ রায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, গত ৪-৫ বছরে যারা ক্রীড়া মন্ত্রী ছিলেন ওসমানী পৌর স্টেডিয়াম সংস্কারের ব্যাপারে তারা নারায়ণগঞ্জে এসে পাব্লিকলি কথা দিয়েছিলেন কিন্তু কিছুই হয়নি। যখন একজন মন্ত্রী কথা দেন তখন সেই কথাটি হয় সরকারের কথা। সরকার তো আর ঘুমিয়ে থাকা সরকার না, শেখ হাসিনার সরকার। এই সরকার যা বলে তা করে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এসময় তিনি বলেন্, ৯৬ সালে ক্ষমতায় থাকার সময় মাত্র শেষ ৩ মাসে আমাদের ১২ ছেলেকে হত্যা করা হয়েছে। লাশ দাফন করতে করতে ক্লান্ত হয়ে গেছি। নিজেরাও কখন লাশ হয়ে যাই জানি না।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদি ইমরান সিদ্দিকি, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু প্রমুখ।