সকাল নারায়ণগঞ্জঃ সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যকে সামনে রেখে ৭১ তম বিশ্ব ‘মানবাধিকার দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ব্যানারে নগরিতে র্যালী হয়। র্যালিটি ডিআইটি থেকে শুরু হয়ে শহরের প্রধান সরক গুলো প্রদক্ষিন করে চাষাঢ়া শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালী শেষে বক্তব্যে মানবাধিকার কর্মীরা বলেন, মানুষের মাধ্যমেই মানবাধিকা লঙ্ঘন হয়। কিন্ত আমরা সবসময় চেষ্টা করবো মানুষের মানবাধিকার রক্ষা করার। এর বাইরে কখনো মানুষের মানবাধিকার লঙ্ঘন করবো না। এবং এটা আমাদের সকলকেই বুঝতে হবে। আমরা যারা নারায়ণগঞ্জে মানবাধিকার কর্মী আছি তারা যদি মানবাধিকার লঙ্ঘন না করি তাহলে মানবাধিকার লঙ্ঘিত হবেনা। নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি ফয়েজউদ্দিন লাভলুর সভাপতিত্বে র্যালীতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মানবাধিকার কাউন্সিলে সভাপতি কাজী মহসীন, নারায়ণগঞ্জ মহানগর মানবাধিকার কাউন্সিলর সাধারণসম্পাদক শহিদুল আলম, বন্দর থান মানবাধিকার কাউন্সিলর সভাপতি কাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক সেন্টুসহ জেলা ও মহানগেরর অন্যান্য মানবাধিকার কর্মীরা।