সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুর উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) দুপুর ২টায় নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় মাঠে খানপুর মেইন রোড, নবাব সল্লিামুল্লাহ রোড, ডনচেম্বার, কাজী পাড়া, হাপসাতাল সড়ক এলাকার প্রায় এক হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীতে চিনি, সেমাই, দুধ, পোলাউ, চাউল, লাচ্ছা সেমাই, লতা সেমাই, তেল, ডাল রয়েছে।
গত চারদিনে ৮ বারে ৬ হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকালে সিটি কর্পোরেশনের সেবক কলোনী পরিচ্ছন্ন কর্মীদের মাঝে খাবার ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের মধ্যে খাবার বিতরণ দেয়া হয়।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, ঈদ পালন করবো গরীব দুঃখী মেহনতি মানুষ নিয়ে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে। ভারতের ভ্যারিয়েন্ট এখন দেশে দেখা দেয়ায় আমাদের সকলকে সাবধান থাকতে হবে। নিজেকে বাঁচিয়ে রেখে পরিবার ও দেশকে রক্ষা করি।
প্রয়োজন ছাড়া বাসা থেকে আমরা না বের হই। করোনা আতংক সৃষ্টি করছে নিউ করমাইকোসিস, এটা আক্রান্ত ফলে মানুষের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। পরে ছত্রাক ব্ল্যাক ফ্যাঙ্গাস ফলে মানুষের মৃত্যুও ঘটে। আমার ওয়ার্ডে আল্লাহর রহমতে মাত্র তিনজন কোভিড রোগী রয়েছে। সচেতনতা কারণে এখন পর্যন্ত কোভিড রোগী কম রয়েছে। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা প্রস্তুত রয়েছি।