1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানে ভারতে অটিজম জননী আনন্দধামের সিমু সম্বর্ধিত । - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মদনগঞ্জে না‌সিম ওসমা‌নের মৃত‌্যুবা‌র্ষিকী‌তে- উজ্জ্বলের উদ্যো‌গে দোয়া ও খাবার বিতরণ রূপগঞ্জে প্রার্থীতার বৈধতা হরিয়েছেন সেলিম প্রধান, পাচ্ছেন না প্রতীক বরাদ্দ টিফিনের টাকায় পথচারীদের শরবত খাওয়াচ্ছে শিক্ষার্থীরা নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে -শাহেন শাহ ও রায়হানের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যনরসিংপুরে আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী পালন করলো হাবীব কমপ্লেক্স ফেডারেল কমিটি  প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবরেদোয়া করলো মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা স্কুল পর্যায়ে গনিত কুইজ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফরিদপুরের দুই শ্রমিকের হত্যাকারীকে গ্রেফতার করতে না পারাটা রহস্যজনক না‌সিম ওসমা‌নের ১০ম মৃত‌্যুবা‌র্ষিকী‌তে ‌ডিআইটি‌তে মোঃ ম‌নির হো‌সেনর উদ্যো‌গে  দোয়া ও খাবার বিতরণ

অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানে ভারতে অটিজম জননী আনন্দধামের সিমু সম্বর্ধিত ।

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ১২৪ Time View
অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানে ভারতে অটিজম জননী আনন্দধামের সিমু সম্বর্ধিত ।
অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানে ভারতে অটিজম জননী আনন্দধামের সিমু সম্বর্ধিত (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ গত ৬ ই ডিসেম্বর রোজ শুক্রবার ভারতের কলকাতাতে অল ইন্ডিয়া মহত্মা গান্ধী  ইন্সটিটিউট ও বেংগল  এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানে আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান, হাসিনা অটিজম চাইল্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুকে তার অটিজম সেবায় অনন্যসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরুপ সম্বর্ধনা ও সম্মাননা প্রধান করা হয়। 

দমদম পৌর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম বংগ সরকারের মাননীয় মন্ত্রী উজ্জল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বংগ রাজ্য বিধান সভার সদস্যা বিধায়ক শাহিনা মুমতাজ, বিধায়ক কাজী আবদুর রহিম, পশ্চিম বংগ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: সৈকত মৈত্র, রামকৃষ্ণ সেবা শ্রমের মহারাজ স্বামী সত্য রূপানন্দাজী, বিশিষ্ট কবি সাহিত্যিক আরণ্যক বসু ও মাওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের সাব রেজিস্টার অনুপ কুমার মুখ্যার্জী সহ পশ্চিম বংগের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

হাসিনা রহমান সিমু উপস্থিত অভ্যাগতদের সামনে তার বক্তব্যে প্রতিবন্ধী সেবায় বাংলাদেশের প্রধান মন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদ পুতুলের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সহ অন্যন্য দেশে যে অগ্রগতি সাধিত হয়েছে তা তুলে ধরে বলেন জাতি ধর্ম বর্ন নির্বিশেষে বিশ্ব মানবতার প্রয়োজনে প্রতিবন্ধী সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। হাসিনা সিমু অল ইন্ডিয়া গান্ধী ইন্সটিটিউট কে ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা প্রতিবন্ধী সেবায় আমার প্রচেস্টাকে যে ভাবে দেশের গন্ডি পেড়িয়ে অন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরলেন তাতে শুধু আমি নই বাংলাদেশ গর্বিত বলে মনে করি। তিনি আরো বলেন আপনাদের দেওয়া এই সম্মান প্রতিবন্ধী সেবায় নিয়োজিত সকলকে অনুপ্রাণিত করবে বলেই আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা দুই বাংলার সংস্কৃতির বন্ধনকে আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL