সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নির্দেশে চাষাড়া রেল স্টেশন এলাকার পথ শিশুদের মাঝে ইফতার ও করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়তে মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৭ মে) উদ্দীপ্ত সামাজিক সংগঠনের আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মো: মনির হোসেনের সার্বিক ব্যাবস্থাপনা ও আয়োজনে ইফতারের পূর্বে পথশিশুদের মাঝে এই ইফতার ও মাস্ক বিতরন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: নাসির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো: মাহফুজুর রহমান রাতুল, বিশিষ্ট সমাজ সেবক মো: সুমন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন খান ওবায়েদ।
ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ শেষে করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে রক্ষায় এবং প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে, নাসিম ওসমান পত্নী জননী পরভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, পুত্রবধু সাবরিনা ওসমান জয়া, আজমেরী ওসমান পুত্র আলিফ ওসমানের সুস্বাস্থ্য ও দ্বীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: ফরহাদ রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউদ্দিন আহমেদ জিকু, সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সজিব রায় অভি, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম, সাবেক ধর্ম ও উপ বিষয়ক সম্পাদক মো: সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা অপু, জাফর অনিক সহ নাসির, লক্ষন, মতিন, খালেক, জহির, ফয়সাল প্রমুখ।