সকাল নারায়ণগঞ্জঃ ভ্রাম্যমাণ আদালত অভিযানে আড়াইহাজারে দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে প্রস্তুতকৃত ইটগুলো বিনষ্ট এবং ভেকু দিয়ে ইটভাটার চুল্লী গুড়িয়ে দেওয়া হয়।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছোট ফাউসা এবং কৃষ্ণপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম ও কাবেরী রায়।
অভিযানে ছোট ফাউসা এলাকায় এএমবি ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় মেসার্স শাহজালাল ব্রিকস ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজেস্ট্রিট কাবেরী রায় জানান, অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন, আবাসিক এলাকা দূষণ, লাইসেন্স না থাকা, ইট পোড়ানোর ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগ থাকায় জেলা জুড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান রয়েছে। তার ধারবাহিকতায় আজকের এ অভিযান।