সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ-৫ আসন থেকে চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনপ্রিয় রাজনীতিবিদ প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সকাল নারায়ণগঞ্জ পরিবার।
সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, বার্তা সম্পাদক সিয়াম তালুকদার, সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার ও সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আশিকুজ্জামান সকলেই তার ৭ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে নাসিম ওসমান ভারতে গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফিরে এসে যুদ্ধ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এর আগের দিন ১৪ আগস্ট তিনি পারভীন ওসমানকে বিয়ে করেন।
বিয়েতে শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল উপস্থিত ছিলেন। ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সংবাদ পেয়ে নাসিম ওসমান নবপত্নীকে ফেলে হত্যার প্রতিশোধ নিতে ঢাকায় চলে যান। কিন্তু ঢাকায় প্রতিরোধ গড়ার চেষ্টা করে ব্যর্থ হন।
এরপর তিনি আবার ভারতে চলে যান এবং সেখানে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। তৎকালীন কাদের বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।