সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
ফতুল্লায় এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিয়ে মাদক ব্যবসায়ী টিকি লিটনের সেলসম্যান সুমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা পোস্ট অফিস বউ বাজার এলাকা হতে ফতুল্লা থানার এস আই রওশন ফেরদৌস তার সঙ্গীয় ফোর্স সহ সুমনকে আটক করে। কিন্তু পুলিশ টিকি লিটন এর বাসায় গিয়ে টিকি লিটনকে আটক করতে পারেনি। টিকি লিটন দৌড়ে পালিয়ে যায়।
এছাড়াও টিকি লিটনের বিরুদ্ধে এক ডজন মাদক মামলা রয়েছে ফতুল্লা থানায়। মাদক মামলা ছাড়াও ডাকাতি মামলাও রয়েছে টিকি লিটনের বিরুদ্ধে।
ফতুল্লা থানায় আসামি বোর্ডের লিস্টে রয়েছে টিকি মরা লিটনের নাম।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, টিকি লিটনের বিরুদ্ধে থানায় অনেক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।