সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর যাত্রাবাড়ীতে কোভিড-১৯ মোকাবেলায় র্যাবের সচেতনতা মূলক ভ্রাম্যমাণ আদালত ও ১৫০০ মাস্ক বিতরণ।
মঙ্গলবার (৬ এপ্রিল) আনুমানিক বেলা ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দলটি রাজধানীর যাত্রাবাড়ীতে কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় জনমনে সচেতনাতা বৃদ্ধি লক্ষে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় করোনা কালিন সময়ে মাস্ক পরিধান না করার অপরাধে ১৩ জন ব্যক্তিকে মোট নগদ- ১০০০/- (এক হাজার) টাকা প্রতীকি জরিমানা প্রদান করেন। এছাড়া উক্ত ভ্রাম্যমাণ আদালত জনমনে সচেতনাতা বৃদ্ধি লক্ষে সাধারন মানুষের মাঝে ১০০০ মাস্ক বিতরণ করে।
এছাড়া গত সোমবার (৫ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৬টা হতে রাত ৮টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে উক্ত আভিযানিক দলটি রাজধানীর যাত্রাবাড়ীতে কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় জনমনে সচেতনাতা বৃদ্ধি লক্ষে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় করোনা কালিন সময়ে মাস্ক পরিধান না করার উপর অপরাধে ০৮ জন ব্যক্তিকে মোট নগদ- ৬৬০/- (ছয়শত ষাট) টাকা প্রতীতি জরিমানা প্রদান করেন। এছাড়া উক্ত ভ্রাম্যমাণ আদালত জনমনে সচেতনাতা বৃদ্ধি লক্ষে সাধারন মানুষের মাঝে ৫০০ মাস্ক বিতরণ করে।