সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় ভেজাল খাবার আইটেম, নকল মশার কয়েল এবং মানহীন বৈদ্যুতিক পাখা উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫,৭৫,০০০ টাকা জরিমানা।
গত সোমবার (৫ এপ্রিল) সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় ভেজাল খাবার আইটেম, নকল মশার কয়েল এবং মানহীন বৈদ্যুতিক পাখার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৫টি প্রতিষ্ঠানকে মোট নগদ- ৫,৭৫,০০০/- (পাঁচ লক্ষ পচাত্তর হাজার) টাকা জরিমানা প্রদান করেন।
এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত প্রায় ৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ) টাকা মূল্যের অনুমোদনহীন নকল মশার কয়েল জব্দ করা হয়। এসময় ০১টি মশার কয়েল কোম্পানীকে সিলগালা করা হয়।