সকাল নারায়ণগঞ্জঃ নিউজিল্যান্ড ডেইলি প্রোঃ বাংলাদেশ এর ব্যবস্থপনায় প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) শহরের দেওভোগ পাক্কা রোড খানকা সড়ক এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী ওই কর্মসুটি পালিত হয়।
এর আগে সকলে বিনামূল্যে স্বাস্থ্য সেবার কর্মসূচী উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রেরণা সংগঠনের সাধারণ সম্পাদক হাসান উল রাকিবের সভাপতিত্ব এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, বিশিষ্ট সাংবাদিক ইমামুল হাসান স্বপন, প্রেরণা সংগঠনের উপদেষ্টা আব্দুল হালিম, ইসমাইল হোসেন রমজান, ইকবাল হোসেন, শাহাদাৎ হোসেন সহ প্রেরণ সংগঠনের কার্যকরি পরিষদের কর্মকর্তা আতিকুর রহমান লিটন, জুম্মন হোসেন, তোতা মিয়া, মোঃ রনি, হাবিবুর রহমান, সুবীর, শিবু, কবির, সাগর,,জামন, পারভেজ রনি, সোহাগ, মেহেরাব প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেছেন, প্রতিটি এলাকার সংগঠনগুলো মানব সেবায় এগিয়ে আসলে সমাজে মানুষের প্রতি আমাদের কর্তব্য পালন করা হবে। এটা আমাদের প্রতিটি মানুষের কর্তব্য। প্রেরণা সংগঠনের দৃষ্টান্ত। আজ দিনব্যাপী এ সংগঠন মানুষের সেবায় বিনামূল্যে স্বাস্থ্য সেবার যে আয়োজন করেছে এতে মানুষের কল্যাণ হবে৷