1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বঙ্গবন্ধুর জন্মদিনে পূজা পরিষদের দিনব্যাপী কর্মসূচি - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সাহিত্য-সংস্কৃতি কখনো ধর্মান্ধ হয় না মমিনউল্লা ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা ১০ দিন যাবৎ নিখোঁজ ঝর্ণা বিশ্বাস সন্ধান চায় পরিবার  বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত

বঙ্গবন্ধুর জন্মদিনে পূজা পরিষদের দিনব্যাপী কর্মসূচি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৬১ Time View

সকাল নারায়ণগঞ্জ:

দিনব্যাপী বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

বুধবার ১৭ মার্চ সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

এরপর জেলার বিভিন্ন থানা ও উপজেলায় মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা সভা, কেক কাটা ও এতিম অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।এদিন সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে পূজা পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে কেক কাটা কর্মসূচিতে অংশ নেন তারা। সেখান থেকে এসে চাষাঢ়ায় গোপাল জিউ মন্দিরে বিশেষ প্রার্থনা সভায় অংশ পূজা পরিষদ নেতৃবৃন্দ। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাসের বিদেহী আত্মার মঙ্গল কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন নেতৃবৃন্দ।এদিন সন্ধ্যায় চাষাঢ়ার গোপাল জিউর মন্দিরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে অসহায় পথ শিশু ও খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে সে কেক বিতরণ করা হয়।

কেক কাটা অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এড. সাব্বির আহমেদ সাগর।

কেক কাটা অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এড. সাব্বির আহমেদ সাগর।

উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাশ, সাধারণ সম্পাদক উত্তম সাহা, ফতুল্লা থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাশ, বন্দর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ পূজা পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, পূজা পরিষদ নেতা সুশিল দাশ, তপন ঘোষ, তপন গোপ সাধু, দুলাল রায়, কৃষ্ণ আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাশ স্মৃতি সংঘের আহবায়ক সঞ্জয় দাশ, অভিরাজ সেন, রাজিব ভৌমিক, চয়ন দাশ, বকুল রায়, সুজন বিশ্বাস, সুমন দে, বিজয়, রবি দাস, সজিব ঘোষ, মানিক রাম কানু, বিপ্লব দেবনাথ, গৌতম দাশ, অপু রায়সহ পূজা পরিষদ নেতৃবৃন্দ।এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় পূজা পরিষেদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL