সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২১-২০২৩) উপলক্ষে কয়েকশ ব্যবসায়ীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ১৯টি পদের বিপরীতে ২৮ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রোববার (১৪ মার্চ) বিকাল ৪টায় চেম্বার ভবনে এনসিসিআই নির্বাচন পরিচালনা কমিটির মঞ্জুরুল হক, রাশেদ সারোয়ার, মোঃ সোলায়মান ও সচিব মোঃ হাবিবুর রহমানের নিকট ২০২১-২০২৩ কার্যকালের পরিচালনা পর্ষদে জেনারেল গ্রুপে মোঃ খালেদ হায়দার খান কাজল, মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল), ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোঃ নাজমুল আলম, মোঃ এহসানুল হাসান (নিপু), ইমতিনান ওসমান অয়ন, রতন কুমার সাহা, মোঃ সেলিম সারোয়ার, আতিক আহমেদ, মোর্শেদ আলম আখি, মামুন আহমেদ ইমন, সানোয়ার হোসেন জুয়েল, আমিনুর রশিদ, খন্দকার সাইফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, সৌমিক দাস, মোস্তফা কামাল (মোস্তাক)ও আসাদুজ্জামান সুজন সহ মোট ১৮ জন মনোনয়ন পত্র জমা দেন।
অ্যাসোসিয়েট গ্রুপে মোঃ শাহাদাৎ হোসেন ভূইয়াঁ, আশিকুর রহমান, সোহেল আখতার (সোহান), মোঃ জাকারিয়া ওয়াহিদ, আব্দুল্লাহ আল মামুন, নাফিউ আখতার রাব্বি, শ্যামল কুমার সাহা, মোঃ আরিফ দিপু ও হাজী মোঃ সেলিম সহ মোট ৯ জন মনোনয়ন পত্র জমা দেন।
ট্রেড গ্রুপ থেকে ১ জন হোসনে আরা বেগম বাবলী (সাবেক এম.পি) মনোনয়ন পত্র জমা দেন। আগামী ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন আজ ১৪ মার্চ, মনোনয়ন পত্র বাছাই ১৬ মার্চ, মনোয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি গ্রহন ও শুনানী ২০ মার্চ, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৫ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩১ মার্চ ২০২১ নির্ধারণ করা হয়েছে।