সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর যাত্রবাড়ীতে র্যাবের বিশেষ অভিযানে ২০২৩ বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক ও ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১২টার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে খড়ের ট্রাকে তুষের বস্তায় অভিনব কায়দায় আমদানি নিষিদ্ধ অবৈধ ফেন্সিডিল পাচারকালে আনুমানিক ৩৬,৪১,৪০০/- টাকার মূল্যের ২০২৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মামুন মিয়া (৩২) ও মোঃ আনু মিয়া (৩৫)।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ (ট্রাক), ০৩ টি মোবাইল ফোন ও নগদ ৩১৪৫/- (তিন হাজার একশত পয়তাল্লিশ) টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা দীর্ঘদিন যাবৎ এই অভিনব পদ্ধতিতে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।