সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। এসময় তিনি বলেন, কিশোর গ্যাং একটি সামাজিক সমস্যা। যারা কিশোর তারা কিন্তু আমাদেরই কারো সন্তান বা কারো ভাই।
আপনারাই পারেন এই সমস্যার সমাধান করতে। আপনি হয়তো কিছু বলতে পারবেন না। কিন্তু আপনি তাদের নাম-ঠিকানা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন।
আজ রাত ১১ টা থেকে কিশোর বয়সী কাউকে যদি ঘুরতে ফিরতে দেখা যায়, কোনো যৌক্তিক কারণ ছাড়া তদেরকে ধরে আটক করে থানায় নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ইন্সপেক্টর (অপারেশন) বেলায়েত, গোপনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন প্রমূখ।