সকাল নারায়ানগঞ্জঃ বিশ্ব স্বেচ্ছাসেবক দিবসে ২০১৯ দূর্যোগে উদ্ধার কাজে সহযোগীতা করায় নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট থেকে সম্মাননা পেয়েছে মনিকা আক্তার।
বৃহস্পতিবার(৫ডিসেম্বর)স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট বনাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুব সদস্যদের সম্মাননা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করেছিলো।
অনুষ্ঠানে নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রদান ও জাগো নারায়নগঞ্জ ২৪.কম এর সাংবাদিক মনিকা আক্তারকে নন্দলালপুর কেমিকেল ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে উদ্ধার কাজে সহযোগীতা করায় সম্মাননা প্রদান করা হয়েছে এবং সম্মাননাটি নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও নারায়নগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃআনোয়ার হোসেন তুলে দেন।
এছাড়া ২০১৯ এ নন্দলালপুর কেমিকেল ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে উদ্ধার কাজে ও বাবুরাইল ভবন ধ্বসে ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান এস.এম আশরাফুল আপন,উপযুব প্রধান-২ শাকিল খান অর্ক,জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় উপ-প্রধান আদিত্য সাহা,সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রধান মনিকা আক্তার,উপ-প্রধান মোঃশামীম ওসমান,রক্ত বিভাগীয় প্রধান জয় দত্ত,উপ-প্রধান সায়মন,প্রশিক্ষন বিভাগীয় প্রধান মোঃনবী হোসেন,উপ-প্রধান মোঃমোস্তাকিম,যুব সদস্য প্রীতম কুমার সাহা,আলামিন ও ইমন সহ মোট ১২জন যুব সদস্য কাজ করে। বিশ্ব স্বেচ্ছাসেবক দিবসে এই ১২জন যুব সদস্যদের সম্মাননা প্রদান করে নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট।